মাতৃত্বকাল ভাতা প্রদান।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় মৌমাছির আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনি এর সযোগিতায় দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায়২৫৩ভিাতা ভোগীদের মাঝে ৩৫০ টাকা হারে ৬ মাসের ২১০০টাকা করে দেওয়া হয়।মোট টাকা ৫ লক্ষ ৩১ হাজার ৩০০টাকা । অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ মমতাজ বেগম , মহিলা বিষয়ক কর্মকর্তা,ফাতেমা জোহরা,মহিলা বিষয়ক কর্মকর্তার সহকারী আক্তার হোসেন,ইউপি চেয়ারম্যান,মৌমাছির পরিচালক সুশান্ত মল্লিকসহ মেম্বর ও গ্রাম পুলিশ।
Friday, 18 April 2014
Home »
মাতৃত্বকালীন ভাতা
» আশাশুনিতে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান
0 Comments:
Post a Comment