Friday, 18 April 2014

আশাশুনিতে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান


মাতৃত্বকাল ভাতা প্রদান।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় মৌমাছির আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনি এর সযোগিতায় দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায়২৫৩ভিাতা ভোগীদের মাঝে ৩৫০ টাকা হারে ৬ মাসের ২১০০টাকা করে দেওয়া হয়।মোট টাকা ৫ লক্ষ ৩১ হাজার ৩০০টাকা । অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ মমতাজ বেগম , মহিলা বিষয়ক কর্মকর্তা,ফাতেমা জোহরা,মহিলা বিষয়ক কর্মকর্তার সহকারী আক্তার হোসেন,ইউপি চেয়ারম্যান,মৌমাছির পরিচালক সুশান্ত মল্লিকসহ মেম্বর ও গ্রাম পুলিশ।
Share:

0 Comments:

Post a Comment

Translate

Video


Unordered List

Pages

Theme Support