Thursday, 15 May 2014
Home »
» মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা।
মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা।
মানব পাচার প্রতিরোধে কাজ করি এক সাথেে, এই শ্লোগান কে সামনে নিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়ন পরিষদ ভবনে,১৫ মে ২০১৪ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতরনে স্থানীয় মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় মৌমাছি এনজিও এর বাস্থবায়নে ।সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,সচিব,মোঃ মনজুরুল ইসলাম,মৌমাছি’র পরিচালক সুশান্ত মিল্লিক সহ মেম্বর,গ্রাম পুলিশ,ছাত্র,ছাত্রী,সাধারণ মহিলা মোট ২৭ জন।সভায় নিরাপদ অভিবাসন সম্র্পকে অলোচনা করা হয় যে,বিদেশে কাজে যাওয়ার আগে সকল কাগজপত্র (বিশেষত: ভিসা,কাজের অনুমতিপত্র এবং চাকরির চুক্তিপত্র) চাকরির মেয়াদ, বেতন ও অন্যান্য শর্ত গুলোর সত্যতা অাপনি নিজে যাচাই করে নিন।
0 Comments:
Post a Comment