আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য উপজেলা
পর্যয়ে প্রশিক্ষন কার্যক্রম জোরদার করন প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক রান্না
শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন।
আয়োজনেঃ উপজেলা
যুব উন্নয়ন অধিদপ্তর,আশাশুনি,সাতক্ষীরা।
সহযোগিতায়ঃ
মৌমাছি এনজিও,বদরতলা,আশাশুনি,সাতক্ষীরা।
স্থানঃ
বেউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বুধহাটা,আশাশুনি,সাতক্ষীরা।
প্রধান অতিথীঃ মোঃ আব্দুল হান্নান,চেয়ারম্যান
২নং বুধহাটা ইউনিয়ন পরিষদ,
,আশাশুনি,সাতক্ষীরা।
বিশেষ
অতিথিঃকামরুন নাহার কচি,প্রধান শিক্ষক আশাশুনি বালিকা বিদ্যালয়
বিশেষ
অতিথিঃ আম্বিয়া খাতুন মহিলা মেম্বর ২নং বুধহাটা ইউনিয়ন পরিষদ,
বিশেষ
অতিথীঃ জি,এম,মুজিবুর রহমান,সভাপতি প্রসক্লাব,আশাশুনি
সভাপতিত্ব
করবেনঃ মোঃ কামরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,আশাশুনি,সাতক্ষীরা।
আবু হাসান,
মৌমাছি পি,ও নজরুল ইসলাম প্রান্তন মেম্বর,
সমগ্র
অনুষ্ঠানটি পরিচালনা করেনঃ মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।
0 Comments:
Post a Comment