আশাশুনি উপজেলার বুধহাট, কুল্যা, দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের ২৩২জন মাতৃত্বকাল ভাতাভোগী মহিলাদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সোনালী ব্যাংক বুধহাটা শাখা হতে টাকা বিতরণ করা হয়।
জুন ১৫ থেকে ডিসেম্বর ১৫ পর্যন্ত ৩,০০০/= ( তিন হাজার টাকা) হারে ২৩২ জন ভাতাভোগিকে সর্বমোট ৬ লক্ষ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়। মৌমাছি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির সহযোগিতায় ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক বুধহাটা শাখা ম্যানেজার কাজল কুমার সরকার, জুনিয়র অফিসার ইয়াহিয়া মোল্যা জুনিয়ার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক শামীম, নয়ন, আক্তার হোসেন, মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির একটি উল্লেখযোগ্য সাফল্যময় দিক বুধহাট, কুল্যা, দরগাহপুর, কাদাকাটি ইউনিয়নের ২৩২জন মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের শিশুর জন্মনিবন্ধন সনদ তৈরী করেছেন।
0 Comments:
Post a Comment