বদরতলায় স্বাধীনতা দিবস উদযাপন
মৌমাছি প্রতিষ্ঠানের সহযোগিতায় নিওনার্দো আর্ট সেন্টার এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৬
উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার
আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিনয় কৃষন রায় (সিনিয়র শিক্ষক) এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন দিলিপ কুমার মন্ডল নবনির্বাচিত ইউপি সদস্য,বিশেষ অতিথি
ডাঃ দেবদুলাল রায় বীর মুক্তিযোদ্ধা,কানাই লাল মন্ডল (সিনিয়র শিক্ষক),চন্দন
সরকার(সিনিয়র শিক্ষক),প্রদূত কুমার মৃধা (সিনিয়র শিক্ষক), ডাঃ অশোক
মল্লিক,দিবাকর মল্লিক আঃ গফফার,সালাম,ওসমান, অনুষ্ঠানে কোরানতেলোয়াত রাকিব
শাহরিয়ার,গীতা পাঠ অমর্ত্য চক্রবর্তী, (ক বিভাগে) প্রথম স্থান প্রতিম
মৃধা,দ্বিতীয় স্থান রচনা বম্মর্ণ, তৃতীয় স্থান মুন,( খ বিভাগ)প্রথম স্থান
নিকিতা স্বর্ণকার,দ্বিতীয় স্থান দিশা,তৃতীয় স্থান সুমা মন্ডল (গ বিভাগে)
প্রথম স্থান শাহারিন সুলতানা সুরভী,দ্বিতীয় স্থান পায়েল মন্ডল,তৃতীয় স্থান
সাবিহা শবনম মুন্নি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানিক চন্দ্র বাছাড়।
0 Comments:
Post a Comment