Thursday, 8 August 2019

বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মৌমাছি বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্ঠির লক্ষ্যে ০১(আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১২:৩০ মিনিটে সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান”” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তুয়ারডাঙ্গা এইচ,এফ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে তুয়ারডাঙ্গা এইচ,এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সুব্রত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বাকী বিল্লাহ,বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান মডারেটরের দায়িত্ব পালন করেন,মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিক,এবং হিসাব রক্ষক মোঃ মুকুল ইসলাম। আইরিন কিউরী জুলিয়েট দলে অরুনাভ মন্ডল,সুমাইয়া সাদিয়া ও লিস মাইটনার দলে সুকুমার বৈদ্য,মোঃ আল জাকারিয়া এবং মেরী কিউরী দলে ছিলেন দেবাঙ্গা সানা,তমালিকা বিশ্বাস ও গার্টরুড ইলিয়ন দলে মোঃ আবু জাহিদ মোঃ রেফায়েত ছিলেন মোট ৪দলে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী লিস মাইটনার দলে সুকুমার বৈদ্য,মোঃ আল জাকারিয়া ক্রেস পুরস্কৃত করা হয় । আর বাকী ৬জন প্রতিযোগিদের ব্রঞ্চের মেডেল প্রদান করা হয়। বক্তরা বলেন যে বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিতে আমাদের করণীয় পারিবারিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপদান সমূহ বিশ্লেষণ করে বিজ্ঞান ও প্রযুক্তি সহায়ক উপকরণের সমন্বয় ঘটিয়ে এমনভাবে পরিবেশকে গড়ে তুলতে হবে যাতে করে একজন শিশু খুব সহজেই প্রকৃতিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক বিষয়বস্তু সম্পর্কে শিখতে পারে। পিতামাতাকে তার সন্তানদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য নিজেদেরকেও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে হবে এবং শিশুদের কৌতুহলের উপযুক্ত সমাধানের ব্যপারে সতর্কতা বৃদ্ধি করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র তুয়ারডাঙ্গা এইচ,এফ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মন্ডলীগন মঙ্গল চন্দ্র মন্ডল, মোঃ শহিদুল ইসলাম,মৌসুমি দাশ,মোঃআজমল হোসেন,গোবিন্দ্র চন্দ্র সরকার,অনুপম মন্ডল,কবিতা আচার্য্য মহাসিনা সুলতানা,মোঃআয়ুব আলী। শুরুতে কোরআন তিলাওয়াত করেন মোঃহাফিজুর রহমান,গীতাপাঠ করেন বুদ্ধদেব সরকার,অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার বৈদ্য।
Share:

0 Comments:

Post a Comment

Translate

Video


Unordered List

Pages

Theme Support