Friday, 2 May 2014

মাতৃত্বকালীন ভাতা ভোগীদের নিয়ে প্রশক্ষিণ প্রদান।


সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১১ নং কাদাকাটী ইউনিয়ন পরিষদে ২৯ এপ্রিল ২০১৪ সকাল ১০ ঘটিকায়,মৌমাছি’র আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দরিদ্র মা’র জন্য মাত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২২ জন মহিলা কে নিয়ে সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুস্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিপ গোষ্ঠ বিহারী সরকার,এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুল হক, চেয়ারম্যান ১১ নং কাদাকাটী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মৌমাছি’র পরিচালক সূশান্ত মল্লিক,চপলা রাণী বাছাড় ইউপি সদস্য প্রমুখ। অনুষ্ঠানে অংশ গ্রহনকারীগনকে দুর্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।







Share:

0 Comments:

Post a Comment

Translate

Video


Unordered List

Pages

Theme Support