Monday, 5 May 2014
শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান
শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান “পাঁচ বছরের কম বয়সে, সকল শিশু বাঁচবে হেসে’এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মৌমাছি (এনজিও)সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় প্রচার কার্যক্রম শুরু করেছে।আশাশুনি উপজেলার ১ নং শোভনালী ইউনিয়নরে কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় ৫ মে ২০১৪ সকাল ৯; ৩০ মিনিটে প্রধান শিক্ষকসহ সকল ছাত্র/ছাত্রী দুই হাত তুলে এক সাথে বলেন যে ”একসাথে আমরা প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু রোধ করবো “সুতরাং মা ও শিশুর কল্যাণে আমাদের সকলের সচেতনতা বৃদ্ধি করা সহ নিজ নিজ অবস্থান থেকে শিশু ও মায়ের মৃত্যু রোধে একযোগে কাজ করতে হবে। সেই সাথে বাংলাদেশ সরকারের প্রতি আহবান রাখি “ শহরের বাইরে বিশেষ করে গ্রাম অঞ্চরে দক্ষ স্বাস্থ্য সেবা কর্মীর মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
0 Comments:
Post a Comment