Friday, 26 September 2014

মৌমাছি কিশোরী ক্লাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত


মৌমাছি কিশোরী ক্লাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত।
গতকাল বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শালখালী গ্রামে মৌমাছি কিশোরী ক্লাব এর আয়োজনে,মৌমাছি এনজিও এর সহযোগিতায় কিশোরীদের জীবণ দক্ষতা বৃদ্ধির লক্ষে কিশোর কিশোরীদের মস্তিষ্কের বিকাশ ও তাদের আচারণ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।মস্তিষ্ক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ্ সময় হচ্ছে জন্জের পর ৩ বছর এবং পুনরায় কৈশোর কাল।গবেষণার ফলাফল থেকে জানা যায় যে,কৈশোর শেষ না হওয়া পযন্ত শিশুর মস্তিষ্ক গঠন সস্পর্ণ্ বিকাশ লাভ করে না। এই সব ‍বিষয় নিয়ে কিশোর কিশোরীদের মস্তিষ্কের বিকাশ ও তাদের আচারণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।উপস্থিত ছিল ৩টি দলের কিশোরীরা রজনীগন্ধা দল,সূযমুখি দল,গোলাপ দল,মিলে ২৬ জন সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন মৌমাছির পরিচালক সুশান্ত মল্লিক।


Share:

0 Comments:

Post a Comment

Translate

Video


Unordered List

Pages

Theme Support