সাতক্ষীরা জেলার আশাশুনি
উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে দূঘটনায় কবলিত তেলবাহী জাহাজের পরিবেশ দূষণকারী
ফার্নেস ওয়েল অপসারন ও ভারী জলযান চলাচল নিষিদ্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। গতকাল ১৫ডিসেম্বর ২০১৪ রোজ সোমবার সকাল ১১টায় আশাশুনি উপজেলার জনতা ব্যাংক
মোড়ে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। ‘বিশ্বের সববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন রক্ষায়
আমরা এক ও ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনির সচেতন নাগরিক সমাজের ব্যানারে
স্থানিয় সেবা মূলক এনজিও মৌমাছি এর সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনালী
ব্যাংক ম্যানেজার আজিজুল হাকিম, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, জিএম আল-ফারুক,
মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, পলাশ গাইন, বিপুল মন্ডল, বক্তাগন শ্যালা নদীতে দুঘটনা কবলিত তেলবাহী জাহাজের পরিবেশ
দুষণকারী ফার্নেস ওয়েল দ্রুত অপসারন ও সুন্দরবনের নিকটবতী নদীগুলোর মধ্য দিয়ে ভারী
জলযান চলাচল নিষিদ্ধের দাবী জানান।
Tuesday, 16 December 2014
Home »
» সাতক্ষীরা জেলায় আশাশুনিতে সুন্দরবন রক্ষার দাবীতে মানববন্ধন
0 Comments:
Post a Comment